হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
নিজ হাতে ময়লা আবর্জনা পরিস্কার ও অপসারন করে অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন টেকনাফ পৌর সভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম। ৩ জুন সরকারী বন্দরে দিনে শ্রমিক নিয়ে তিনি ঘুর্ণি বিধ্বস্ত  টেকনাফ পৌর শহরের আবর্জনা পরিস্কার, অপসারণ ও যানজট নিরসন নিজেই কাজে নেমে পড়েন। তিনি নিজ হাতে ময়লা পরিস্কার, অপসারণ কাজে লেগে যাওয়ায় পৌর সভার অন্যান্য কর্মচারীরাও কাজে যোগ দেন বলে জানা গেছে। অত্যন্ত জনপ্রিয় টেকনাফ পৌর সভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামের এ মহৎ কাজ ‘টক অব দ্যা টেকনাফ’ পরিণত হয়েছে।