সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের অফিসিয়াল ওয়েবসাইট www.cxb-cso-ngo.org উদ্বোধন হয়েছে।

২৪ জানুয়ারী কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন ওয়েবসাইট উদ্বোধনের পর কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের পক্ষ থেকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনকে সম্মাননার স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজার সিএসও-এনজিও ফোরামের পক্ষ থেকে কো-চেয়ার আবু মোরশেদ চৌধুরী জেলা প্রশাসকের হতে তাঁর অবদানের স্বীকৃতির স্মারক হিসেবে এই সম্মাননার স্মারক প্রদান করেন।

স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেন।

এ ছাড়াও অনুষ্ঠানে আই.এন.জি.ও এবং এন.জি.ওদের পক্ষে উপস্থিত ছিলেন কক্সবাজার সি.এস.ও -এন.জিও ফোরামের সদস্য সচিব কোস্ট ট্রাস্ট-এর সহকারী পরিচালক মকবুল আহমেদ; আইএসসিজি -র সমন্বয়কারী মিস মার্গো, আইএসসিজি-এনজিও সেলের কর্মকর্তা মিস লিসা, সাইফুল আলম; মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার; শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসিম উদ্দীন বকুল, ইপসা কক্সবাজার জেলা টিম লিডার খালেদা বেগম, হেল্প কক্সবাজার এর নির্বাহী আবুল কাশেম, নোঙর-এর প্রধান নির্বাহী দিদারুল আলম রাশেদ। আরো উপস্থিত ছিলেন ব্রাক, কোডেক, নেকম, শেড, একলাব, এনজিও ফোরাম, অগ্রযাত্রা, পালস বাংলাদেশ, জাগো নারী, আইএসডিই, জালালাবাদ ফাউন্ডেশন, লিডারস, বাংলা জার্মন সম্প্রতি, কারিতাস, ওয়াটার এইড, অক্সফাম, টিডি এইচ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ডব্লিই ভি আই, রিসডা বাংলাদেশ, স্পেস, বিএনডিব্লিউএ, পেনি আপীল,জেনাসসহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও-র প্রতিনিধিবৃন্দ।