সরওয়ার কামাল ,মহেশখালীঃ
মহেশখালী শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয় নিয়ে অভিভাবক সমাবেশ ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক দিদারুল আলমের সভাপতিত্বে মাষ্টার নুরুল আবছারের পরিচালনায় ও দশম শ্রেণীর ছাত্র পারভেজ মোশারফের কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্টিত। উক্ত অভিভাবক সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন,মহেশখালী উপজেলা আওয়ামীলিগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুল ইসলাম চৌধুরী, শাপলাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ও ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক জসীম উদ্দীন মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুরুল আলম, সিনিয়র সহকারী শিক্ষক সুচিত্র পাল চৌধুরী, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব উদ্দীন মাহমুদ, মাষ্টার কামাল উদ্দীন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাপলাপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা কাজল, মাষ্টার মিজানুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জালাল উদ্দীন। উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ যথাক্রমে- মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী,বাবু রুপন কান্তি দে, বাবু অশোক দাশ,মোহাম্মদ ছালামত উল্লাহ, এমডি মিজানুর রহমান, জসিম উদ্দীন,মোহাম্মদ সরওয়ার কামাল,জসীম উদ্দীন জিসান, মহি উদ্দীন, মৌলানা নুর মোহাম্মদ, রবিউল আলম, শাহনেওয়াজ,বাবু জহর লাল শীল, ফজলুল কাশেম। এছাড়া ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সকল অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। অভিভাবক সমাবেশ শেষে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।