মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের নবাগত জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহন করেছেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীনের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্বগ্রহণ শেষে নবাগত জেলা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারক ও কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত পরিচয় ও কুশল বিনিময় করেন। পরে সকাল সাড়ে ১১ টার দিকে তিনি নিজ আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর প্রশাসন-১ এর উপ সচিব মোঃ মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত ৫৬১ নং স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপন মূলে মুন্সীগন্ঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) খোন্দকার হাসান মোঃ ফিরোজকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেয়া হয় এবং কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমকে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসাবে বদলী করা হয়। নবাগত জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ গত ১৯ সেপ্টেম্বর দায়িত্ব নেয়ার জন্য স্বস্ত্রীক কক্সবাজারে পৌঁছান।