পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় প্রথমবারের মত অত্যাধুনিক সুযোগসুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে পেকুয়া জীম সেন্টার।

শুক্রবার (২১সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদর চৌমুহনীর মুজিবুর রহমান মার্কেটে এ জীম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

পেকুয়া জীম সেন্টারের পরিচালক ক্রিকেটার আমির আব্দুল্লাহর ও আব্দুল আলীমের যৌথ পরিচালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া আনোয়ার আলী মাতবর বাড়ীর সমাজহিতৈষী আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাবেক গুলদি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা হাফেজ লোকমান হাকিম, মার্কেট মালিক মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সাহেদ, আরকান, ইব্রাহিম নোমান, আব্দুল্লাহ ও মোশাররফ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পেকুয়া জীম সেন্টারের পরিচালক ক্রিকেটার আমির আব্দুল্লাহ বলেন, প্রতিটি মানুষের সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই। তাই পেকুয়া মানুষকে এ সুবিধা দিতে অত্যাধুনিক সরঞ্জামদির সমন্বয়ে এ জীম সেন্টার চালু করেছি।এতে দক্ষ প্রশিক্ষক দিয়ে শরীরচর্চা, শিক্ষার্থী ও খেলোয়াড়দের জন্য ১০% ছাড় এবং ডায়াবেটিকস রোগীদের জন্য আলাদা ব্যায়ামের ব্যবস্থা রাখা হয়েছে।