মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ,কক্সবাজার :

ঈদগাঁওতে মাধ্যমিক শিক্ষক- কর্মচারী ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।বাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজনে প্রথম ও দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ ,কর্নেল (অব) ফোরকান আহমদ । প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ , ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আলম, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মাস্টার নুরুল আজিম , ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক এ কে এম আলমগীর , ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক কাফি আনোয়ার। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালীর সঞ্চালনায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমদ । স্বাগত বক্তব্য দেন সংগঠনের সচিব, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম ।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হক হক্কানী। পবিত্র গীতা পাঠ করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষিকা ।দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শের আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ , আওয়ামী লীগ নেতা নূর আল হেলাল ও যুবলীগ নেতা মিজানুল হক। এতে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি , ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস, এম, তারিকুল হাসান (তারেক), ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মিনুন নাহার , পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক বুলবুল দাশগুপ্ত । সাইমুম সরওয়ার কমল বলেন, অবসর জীবনে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করবেন ।কারণ শিক্ষক ও শিক্ষকতা পেশার প্রতি তার বিশেষ দুর্বলতা ও আগ্রহ রয়েছে। তিনি নবগঠিত এ এ সংগঠন জ্ঞান বিতরন, ভাব বিনিময় ও সংকট সমাধানে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন । তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষকদের জীবনে ধাক্কা খেতেই হবে । সাংসদ নবগঠিত এ কমিটি শিক্ষকদের পারস্পরিক পরিচিতি, অবসর বিনোদন,অর্থনৈতিক উন্নয়ন, ছেলে মেয়েদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি এ সমিতির জন্য আগামী এক মাসের মধ্যে এক লাখ টাকার অনুদান দেয়া সহ ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। লেঃ, কর্নেল (অব) ফোরকান আহমদ বলেন , মানুষ গড়ার কারিগর শিক্ষকরা সকলের শ্রদ্ধার পাত্র । তারা দেশের নেতৃত্ব তৈরি করেন । শিক্ষকরা অনুসরণীয় ও পরম পূজনীয়। সরকার ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল। তারা আদর্শবান ও যোগ্য নাগরিক তৈরিতে ভূমিকা রাখছেন। তিনি শিক্ষকদের দলাদলি পরিহার ও ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে দেশ ও জাতির সেবায় দায়িত্ব পালনের আহ্বান জানান । তিনি যে কোন দায়িত্ব সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার পরামর্শ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে এ শিক্ষকরা চালিকাশক্তি হিসেবে কাজ করবেন। তিনি ক্লাসে যাবার পূর্বে পূর্ব প্রস্তুতি নিয়ে যাবার পরামর্শ দিয়ে বলেন, পূর্ব প্রস্তুতি না থাকলে পূর্ণ পেশাদারিত্বের সাথে নিজ দায়িত্ব পালন করা সম্ভব না। অনুষ্ঠানে স্থানীয় ১০টি মাধ্যমিক বিদ্যালয় এর এম পি ও ভুক্ত শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন। প্রথম অধিবেশন শেষে একটি বর্ণাঢ্য রেলি বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে স্থানীয় হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয় । প্রথম ও দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত অতিথি ও সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। দিনব্যাপী এ অভিষেক অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।