সিবিএন:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (রবিবার) সড়ক পথে কক্সবাজার আসছেন।
বিকাল ৪টায় ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সেখানে নির্দেশনা দেবেন আগামী নির্বাচনের। ইঙ্গিত দিতে পারেন কক্সবাজারের চারটি আসনের দলীয় প্রার্থীতারও।
জনসভায় বিশেষ অতিথি থাকবেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
বক্তব্য রাখবেন- কক্সবজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব) ফোরকান আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাকে সফল করতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মূলতঃ জাতীয় সংসদ নির্বাচনের আগে সমাবেশটি হওয়ায় এটিকে ঘিরে অনেকের আগ্রহ রয়েছে।সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো করে শোডাউনের প্রস্তুতিও নিয়েছেন।
জনসভা সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেব ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু।