মো: আকতার হোছাইন কুতুবী ॥
২৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানার পুলিশ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী ফাহমিদা রহমানকে গ্রেফতার করেছে।
আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, সিআর ১৫০১/১৮ (কোতয়ালী) ধারা ৫০০ দন্ডবিধির মামলায় আদালতে মামলা দায়ের করেন জয়ন্তী লালা। উক্ত মামলায় যথাসময় হাজির না হওয়ায় আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। পুলিশ শিল্পী ফাহমিদা রহসানকে লালখান বাজারস্থ নিজ বাসা থেকে রাত্রে গ্রেফতার করে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ৫০০ টাকা বেইলবন্ডে জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, শিল্পী ফাহমিদার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আদালতে কয়েকটি মামলা বিচারাধীনও আছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।