প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জননেতা আমির হোসেন আমুর সাথে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাথে এক মতবিনিময় সভায় গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় হিলটপ সার্কিট হাউসের হল রুমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গৃহীত কর্মসূচীর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, পুষ্টিভাতা, গরীব দুঃখী মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। পদ্মা সেতু সহ বিভিন্ন মেঘা প্রকল্প বর্তমানে দৃশ্যমান এবং মানুষ মেঘা প্রকল্পের সুবিধা ভোগ করছে। শেখ হাসিনার দৃঢ় নেতৃেত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার মানব কল্যাণমূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ তাকে বিভিন্ন পুরস্কার প্রদান করেছে। দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিানর ব্যাপক জনপ্রিয়তা দেখে বর্তমানে কতিপয় ষড়যন্ত্রকারী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার অপতৎপরতায় লিপ্ত। বিএনপি জামাত চক্রের সাথে বর্তমানে কিছু জনবিচ্ছিন্ন নেতা এবং সাইনবোর্ড স্বর্থ দল ঐক্য প্রক্রিয়ার নামে ২০১৪ সালের ন্যায় ধ্বংসাত্মক কাজ সংগঠিত করার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন জনগণের ভোটে আওয়ামী লীগ কখনও পরাজিত হয়নি। জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ কে পরাজিত করেছে। ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে ন্ াতিনি সকল ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয়ী হবে বলে।

সভায় বক্তব্য রাখেন-এড. আহমদ হোসেন, নজরুর ইসলাম চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, সায়মুম সরওয়ার কমল এম.পি, আশেক উল্লাহ রফিক এম.পি, এম. আজিজুর রহমান, রেজাউল করিম, রনজিৎ দাশ, মাহবুবুল হক মুকুল, নুরুল আবছার, এড. নুরুল ইসলাম, কানিজ ফাতেমা মোস্তাক। সভায় উপস্থিত ছিলেন-নাজনীন সরওয়ার কাবেরী, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, এড. ফরিদুল আলম, খোরশেদ আলম কুতুবী, মোঃ হোসেন বি.এ, ইউনুছ বাঙ্গালী, আবু হেনা মোস্তফা কামাল, রাশেদুল ইসলাম, নুসরাত জাহান মুন্নি, কমর উদ্দিন আহমদ, হেলাল উদ্দীন কবির, এম.এ মঞ্জুর, আবু তাহের আজাদ, উম্মে কুলসুম মিনু, ড. নুরুল আবছার, এড. আব্দু রউফ, নজিবুল ইসলাম, উজ্জ্ল কর, অরঙ্গজেব মাতাব্বর, নুরুচ্ছফা বি কম প্রমুখ।