সংবাদ বিজ্ঞপ্তিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে সম্পন্ন হলো হিফজুল কুরআন প্রতিযোগিতা।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা অংশগ্রহণ করে।
জেলা পর্যায়ের ৮ম প্রতিযোগিতায় বিজয়ী হাফেজে কুরআনদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মানিত করা হয়।
জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ক্ষুদে হাফেজ শিশু-কিশোরদের কন্ঠে কুরআনের তেলাওয়াতের সুরে মুখরিত হয় আকাশ বাতাস। কুরআনের সুরের মূর্ছনায় ছড়িয়ে পড়ে ঈমানের আবহ। শ্রোতাদের অন্তরে জেগে ওঠে কুরআন প্রেমের ঢেউ।
আর কুরআনুল কারিমের এই মাহফিল থেকেই গ্রাম বাংলার প্রতিটি ঘরে হাফেজে কোরআন তৈরীর মিশন ত্বরান্বিত করার প্রত্যয় ধ্বনিত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার আহবায়ক হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে কুরআনের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সহসেক্রেটারী মাওলানা হাফেজ নাসির উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জাকারিয়া খালেদ, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, চকরিয়া আর রায়েদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ফয়জুল্লাহ আনোয়ার।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব হাফেজ জামাল উদ্দিন তাওহীদ ও তরুণ লেখক হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুরের যৌথ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাউদ, কক্সবাজার হোসাইন ব্রাদার্সের প্রোপ্রাইটর এমকে আশিকুজ্জামান, হোটেল অস্টার ইকোর চেয়ারম্যান হাবিবুর রহমান কন্ট্রাক্টর, এমডি মোশাররফ হোসেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের জেএসভিপি মাওলানা মোহাম্মদ আমিনুল হক, কক্সবাজার হজ্ব কাফেলার স্বত্বাধিকারী হাফেজ মাওলানা তোফায়েল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জৌহার, দারুল আমান একাডেমির পরিচালক হাশেম মাহমুদ, মাওলানা হাফেজ মোঃ ফারুক, কক্সবাজার বদর মোকাম চেমন শমসের মাদ্রাসার পরিচালক মাওলানা শামসুল আলম, বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সাধারণ সম্পাদক এম আবুল কাশেম, আল-আমিন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আহমদ কবির সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল হক, মাওলানা নুরুল হক চকোরী প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।