সরওয়ার আলম শাহীন,ঘুমধুম সীমান্ত থেকে : বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে পুরো বিশ্ব যখন তৎপর,ঠিক তখনই মিয়ানমার সেনাবাহিনী,সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও রাখাইন সম্প্রদায়ের নির্মমতা,নৃসংশতায় মরছে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা,বিপন্ন হচ্ছে মানবতা। সবুজ প্রকৃতি পুড়ে বিবর্ণ হচ্ছে,প্রাণ হারাচ্ছে শত শত তরুন-তরুনী,শিশু-বৃদ্ধসহ রোহিঙ্গা