রফিক মাহমুদ,সীমান্ত থেকে ফিরে : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় সীমান্ত পেরিয়ে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। হাজার থেকে এখন কয়েকলাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং,বালুখালী,(বালুখালীর ঢালা),থাইংখালী তাজনিমারখোলা পাহাড়,পালংখালী বাঘঘোনা পাহাড়, টেকনাফের লেদা,নয়াপাড়া, মুছুনি, শামলাপুর ও ঘুমধুম