জালাল আহমদ,ঢাবি থেকে: শুক্রবার সকাল ১০ টায় গ (সি) ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হচ্ছে ঢাবিতে ভর্তিযুদ্ধ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,এ বছর ঢাবির ক ইউনিটে১৭৬৫ আসনের বিপরীতে আবেদনকারী ৮৯,৪৮৭; খ ইউনিটে২৩৬৩ আসনের বিপরীতে আবেদনকারী ৩২,৭৩৬;গ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদনকারী ২৯,৩১১ জন