– মাহ্ফুজুল হক কক্সবাজার বাংলাদেশের সর্ব দক্ষিণের সাগর ঘেঁষা পাহাড় ঘেরা অনুপম প্রাকৃতিক লীলানিকেতন। সাগর আর পাহাড়ের স্থায়ীত্ব যতটুকু, এখানকার নুড়ি-মাটির বয়সও ততটুকু। পাহাড় ও সাগরের সহাবস্থান মানুষের স্বভাব প্রকৃতিতেও এনেছে অটল-নিশ্চলতা, হৃদয়ের বিশালতা, প্রয়োজনে ঝড়-তুফানের গতিময়তা। সাগর পাড়ের মানুষ