ইমাম খাইর, সিবিএন:
শহরের প্রবেশদ্বার লিংকরোড় থেকে রুহুল আমিন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে রবিবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে জেলা সদর হাসপাতালে বিশেষ প্রক্রিয়ায় তার পেটে লুকিয়ে রাখা ১৮৫০ টি ইয়াবা বের করা হয়।
আটক পাচারকারী টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ড খোনকারপাড়ার মুহাম্মদ আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ জানান, উদ্ধার ইয়াবাসমূহের মালিক একই এলাকার সুলতান আহমদের ছেলে নুরুল আমিন। ১৪ হাজার টাকার চুক্তিতে ইয়াবাগুলো চট্টগ্রামে নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী স্বীকার করেছে। সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাচারকারীর পেট থেকে ১৮৫০ ইয়াবা উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
