মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় একটি দেশিয় তৈরি পিস্তল (এল.জি) উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার দুপুরে লামা বাজারের একটি খালি কক্ষ থেকে এ পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সূত্র জানায়, চাম্পাতলী আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১টার দিকে লামা বাজারে অভিযান চালায়। এ সময় আহমদ এন্টারপ্রাইজ সংলগ্ন পিছনের খালি কক্ষে শপিং ব্যাগ মোড়ানো পড়ে থাকা একটি দেশিয় তৈরি পিস্তল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত পিস্তল থানায় সোপর্দ করে সেনাবাহিনী।

এ বিষয়ে লামা বাজার ব্যবসায়ী সমিতির সাাধারণ সম্পাদক জাপান বড়–য়াসহ পাশের ব্যবসায়ীরা বলেন, কে বা কাহারা শত্রুতামূলক ভাবে কক্ষটির জানালা দিয়ে অস্ত¿ ঢুকিয়ে দিয়ে ভাড়াটিয়াকে ফাঁসানোর চেষ্টা করেছে মাত্র।

পরিত্যক্ত অবস্থায় দেশিয় তৈরি একটি পিস্তল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।