ডেস্ক নিউজ:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা আজ (রবিবার) রাত ১১টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এদিকে, আজ রাতে এমিরেটসের একটি ফ্লাইটেও তিনি ঢাকা ছেড়ে যেতে পারেন বলে অন্য একটি সূত্র জানিয়েছে। তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত কোনও ফ্লাইটেই বিচারপতি ঢাকা ছেড়ে যাননি।

প্রধান বিচারপতির বাসার সামনে থেকে আমাদের প্রতিবেদক জানান, ‘রাত আটটা ২০ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ গণমাধ্যমকর্মীরা জড়ো হন।’

এর আগে ৫ অক্টোবর ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই প্রধান বিচারপতি এসকে সিনহা ও স্ত্রী সুষমা সিনহাকে তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গুলশান-২-এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেন তারা। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি উল্লেখ করে। তবে কবে নাগাদ তারা যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন।

উল্লেখ্য, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।