ডিএফও ঘটনাস্থল পরিদর্শন

ছালাম কাকলী :
চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের ডুলাহাজারা বন বিভাগের অধীনস্থ সেগুন বাগান থেকে ৩টি মাদার ট্রি সেগুন গাছ কেটে নেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুব মোর্শেদ । তদন্ত করার শেষে কাঠ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ডুলাহাজারা বন বিট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ডুলাহাজারা বন বিট কর্মকর্তা রাজিব ইব্রাহীম সাংবাদিকদের জানিয়েছেন কর্তনকৃত সেগুন গাছগুলোর সন্ধ্যান মিলেছে চকরিয়ার মৌলভীকুম এলাকায়। এ গাছ উদ্ধারের জন্য তারা ব্যবস্থা নিয়েছেন।

ডুলাহাজারা বন বিটের আওতাধীন মালুমঘাট বাজারের লাগোয়া সেগুন বাজার থেকে ২লাখ টাকা মূল্যের ৩টি সেগুন গাছ ভিলেজারদের যোগসাজশে কাঠচোরেরা গত রবিবার ভোর রাতে কেটে নেয়ার ঘটনায় এলাকায় তোলপাড় হলে ৩জন ভিলেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর বন বিভাগ ছেড়ে দেয়। কর্তনকৃত গাছের ছবি তোলাতে হেডম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল ভিলেজার সাংবাদিকদের উপর তেড়ে যায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দীন ও সমাজের সর্দার দিদার ভিলেজারদের বারং করতে গেলে ভিলেজাররা সংঘবদ্ধ হয়ে ইউ.পি সদস্য রফিক উদ্দীন ও সমাজের সর্দার দিদারকে টেনা-হেচড়া করে । এমনকি সাংবাদিকদেরও নাজেহাল করে । এ নিয়ে গত ৯ অক্টোবর দিনভর মালুমঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করে। ইউপি সদস্যকে নাজেহালের ঘটনা জেনে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ডিএফওকে ফোন করে কর্তনকৃত গাছের মোথাগুলো পরিদর্শন করে কাঠ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানান। এ সংবাদ গত ১০ অক্টোবর বিভিন্ন পত্রিকায় ফলোআপ করে সংবাদ প্রকাশিত হওয়ার পর কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, মাহবুব মোর্শেদ ১০ অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে বলেন ভিলেজারদের টঙ্গী ঘরের সন্নিকটে অবস্থিত সেগুন বাগান থেকে এভাবে গাছ কেটে নেয়ায় দুঃখ প্রকাশ করেন । তদন্ত করার পর কাঠ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ও ডুলাহাজারা বিট কর্মকর্তা রাজিব ইব্রাহীমকে। এদিকে বন বিট কর্মকর্তা রাজিব ইব্রাহীম সাংবাদিকদের জানিয়েছেন, কর্তনকৃত গাছের সন্ধ্যান মিলেছে চকরিয়া মৌলভীরকুম নামক স্থানে। এসব গাছ উদ্ধারের জন্য তারা ব্যবস্থা নিয়েছে।