বার্তা পরিবেশক:
জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন কক্সবাজার পৌর সভার ১নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বুধবার বিকাল ৩টায় দক্ষিণ কুতুবদিয়া পাড়া মুক্তিস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আনচারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু, সাংগঠনিক সম্পাদক শাহীন আহামদ। আরো উপস্থিত ছিলেন সহ সম্পাদক মো. ইউনুছ, দপ্তর সম্পাদক এম. ওসমান গণি, উপ-দপ্তর সম্পাদক নুরুল আলম নুরু, মো. মঞ্জুর আলম, মো. আরিফুল ইসলাম, বিকাশ চন্দ্র দে।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন থেকে উন্নত দেশে পৌঁছে যাচ্ছে তখন তা বানচালের জন্য রাজনৈতিক কর্মসূচীর নামে হরতাল ও অবরোধ ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করবে শ্রমিক লীগের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে সকলের মতামতের মাধ্যমে কামাল উদ্দিনকে সভাপতি, রাশেদুল ইসলাম শুক্কুরকে সাধারণ সম্পাদক ও মো. আরজুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। একইভাবে ১২টি ওয়ার্ডে সম্মেলন করে প্রত্যেক ওয়ার্ডের প্রতিনিধি নিয়ে কক্সবাজার পৌরসভার কমিটি গঠন করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।