শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ঈদগাঁওয়ের ৫টি ইউনিয়ন পরিষদে আকষ্মিক পরিদর্শনে এসেছেন নবাগত নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোছাইন প্রিন্স। ১৪ অক্টোবর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালালাবাদ, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী, ইসলামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ছৈয়দ আলম, নুর ছিদ্দিক, রফিক আহমদ, আবুল কালামসহ সচিব, তথ্য সেবার উদ্যোক্তা, চৌকিদার, দফাদার ও অপরাপর কর্মকর্তারা ইউএনওকে স্বাগত জানান। পরে পরিষদের নারী সদস্যা-সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন। এসময় জালালাবাদের একাংশে বাজারে বিরাজমান যানজট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিবিধ সমস্যা নিয়ে বক্তব্য রাখেন জালালাবাদ ১নং ওয়ার্ডের মেম্বার মোক্তার আহমদ, সাইফুল হক, ওসমান সরওয়ার ডিপো, মোফাচ্ছেল মুফি, আরমান উদ্দীন, নারী সদস্যা রেহেনা আক্তার প্রমুখ। এর আগে ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদে যান। এসময় প্রত্যেক ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিম উল্লাহকে সাথে নিয়ে জালালাবাদ নতুন ইউপি ভবনের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে যান। কাজের গুণগত মান দেখে সন্তুষ প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও। স্ব স্ব চেয়ারম্যানরা নিজ ইউনিয়নে বিরাজমান সমস্যা তুলে ধরেন। পর্যায়ক্রমে তা সমাধানের আশ^াস দেন নবাগত ইউএনও। উল্লেখ্য, যোগদানের পর থেকে সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করতে ছুটে যাচ্ছেন বিভিন্ন স্থানে। তিনি দায়িত্ব পালনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।