জালাল আহমদ,ঢাবি থেকে: জীবন রক্ষার্থে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ‘কনসার্ট ফর রোহিঙ্গা’ অনুষ্ঠান আয়োজন করেছে ঢাবির সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন,বাংলাদেশ কতটা মানবিক রাষ্ট্র তা রোহিঙ্গাদেরকে আশ্রয় দানের মাধ্যমে বোঝা যায়।তাই বিশ্ব সম্প্রদায়েরও উচিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকা এবং রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিকত্ব লাভে মিয়ানমার সরকার কে চাপ দেয়া। বিশেষ অতিথির বক্তব্যে ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউডের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন,কিছু প্রভাবশালী দেশ বাণিজ্যিক আচরণ করছে।যুদ্ধের বাণিজ্য কখনো লাভবান হয় না। আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রভাতফেরীর সভাপতি আসাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর হেলালের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,ব্যান্ড দল,আবৃত্তি সংগঠন অংশ গ্রহণ করেন।এ অনুষ্ঠান হতে প্রাপ্ত অর্থ রোহিঙ্গাদের জন্য পাঠিয়ে দেয়া হবে।
ছবির ক্যাপশন: কনসার্ট ফর রোহিঙ্গা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন ঋতু কর্মকার।
ঢাবিতে প্রভাতফেরীর কনসার্ট ফর রোহিঙ্গা অনুষ্ঠান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।