মোহাম্মদ হোসেন, হাটহাজারী:

নিশ্চিত মৃত্যুর ফাঁদ হিসেবে বিশ্বের আতংকিত ব্লু হোয়েল সুইসাইড গেম খেলতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেলেন ২৫ বছর বয়সের হাটহাজারী কলেজ হতে ডিগ্রি পাশ করা এক যুবক। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় গুমানমর্দ্দন ইউনিয়নের এক প্রবাসীর পুত্র। এ খবর ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে পড়ে এলাকার লোকজন। তাকে দেখতে তার বাড়িতে কৌতুহলী জনতা ভিড় জমিয়েছে।

সরেজমিন জানতে এলাকায় গেলে অনেকেই বিষয়টি ধামাচাপা দিলেও এলাকার কিছু সচেতন লোকজন বিষয়টি সাংবাদিকদের কাছে সত্যতা স্বীকার করেন। এ দিকে পারিবারিক সম্মানের কথা ভেবে পরিবাবের পক্ষ থেকে ঘটনাটি গোপন রাখার চেস্টা করেন। ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য নানার বাড়ীতে রেখে চিকিৎসা চালিয়ে যান তার পরিবার। এর আগেও নানার বাড়ি থেকে লেখাপড়া চালিয়ে যান বলে স্থানীয়রা জানান। সেখানে বসবাস অবস্থায় বুø হোয়েল গেমের ফাঁদে পড়ে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপ শেষ করার পর গত ৮ অক্টোবর রবিবার রাত ১১টার দিকে চতুর্থ ধাপ খেলতে গিয়ে তাদের নির্দেশ আসে নিজের লিঙ্গ কেটে ছবি পাঠাতে, সে নির্দেশনা অনুযায়ী ব্লেড দিয়ে কেটে ফেলে নিজের লিঙ্গ, নীচে পড়ে ব্যাথায় কাঁতরাতে থাকলে খবর পেয়ে মূমূর্ষঅবস্থায় ছেলেকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েকটি অপারেশন করা হয় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনব্যাগ রক্ত দিতে হয়।

স্থানীয়রা জানান, বিষয়টি তারা জানত না যখন ঘটনাটি ঘটে তা আস্তে আস্তে এলাকায় ছড়িযে পড়ে। ঘটনার পর পরই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পারিবারিক কড়া নজরদারিতে রাখা হয়েছে। তার শাররিক ও মানসিক অবস্থা এখন শংকামুক্ত।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।