আব্দুর রশিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূণ্য রেখায় আশ্রিত ২০হাজার রোহিঙ্গাদের মাঝে কলেরা টিকা খাওয়ানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার দুপুর ২ ঘটিকার সময় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়ায় আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় তিনি রোহিঙ্গাদের নানাবিধ সমস্যার বিষয় নিয়ে সরাসরি কথা বলেন। জনপ্রতিনিধি ও স্থানীয়দের দ্বারা যদি কোন রোহিঙ্গা হয়রানির শিকার হয় তাহলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল, থানা অফিসার ইনচার্জ তৌহিদ কবির, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজীজ।
জেলা সিভিল সার্জন অংসুই প্রু মারমা জানান, প্রথম দিন তুমব্রুতে ২০টি দলে বিভক্ত হয়ে ৬০ জন স্বেচ্ছাসেবীদের নিয়ে রোহিঙ্গাদের মাঝে টিকা খাওয়ানো হবে। এছাড়া ১ বছরের নিচে শিশুদের ৩১ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত টিকা খাওয়ানো হবে।
১৬ই অক্টোবর সোমবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের শূণ্য রেখা বড়ছনখোলা, সাপমারা ও দোছড়িতে আশ্রিত রোহিঙ্গাদের টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালমান করিম খান, ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
সীমান্তের শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গাদের টিকা খাওয়ানো শুরু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।