হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

সাগর দিয়ে চোরাইপথে টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া পাড়ি দিয়ে হোয়াইক্যংয়ের ৬ যুবক সাড়ে ৪ বছর ধরে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। দীর্ঘ ৪ বছর ধরে ৬ যুবক নিখোঁজ থাকায় পরিবার-পরিজনের মধ্যে শোকের আতংক বিরাজ করছে। হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে মালয়েশিয়া প্রবাসীসহ কোন ব্যক্তি খবর পেলে খারাংখালীর জাহেদ মেম্বার (০১৮১৫৫০০৮২০ অথবা হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারীর ০১৮১২৩৬৮৯৬৯ নং ফোনে জানাতে বিশেষভাবে অনুরোধ করেছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৩ সালে আগষ্ট মাসে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের রুট হিসাবে পরিচিত উপজেলার শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে স্থানীয় মানব পাচারকারী দালালদের মাধ্যমে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়ার মীর আহমদের পুত্র দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ আলীর পুত্র খোরশেদ আলম (২৬), মোঃ ইসলামের পুত্র মোহাম্মদ ইউনুছ (২৪), মীর আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩২), মোঃ সোলতানের পুত্র মোহাম্মদ হোছাইন (৩০) ও মৃত বশির আহমদের পুত্র মোঃ আব্দুল্লাহ মিলে ৬ জন যুবক সাগর দিয়ে চোরাইপথে টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া পাড়ি দেন। তারা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর হতে অদ্যাবধি কোন ধরনের খোঁজ-খবর পাওয়া যায়নি। কোন দালাল এখনো পর্যন্ত টাকা-পয়সা দাবী করেনি। উক্ত ৬ যুবকের মধ্যে কেউ পরিজনের সাথে মুঠোফোনে কথাও বলেনি। তাঁদের পরিবারের লোকজন সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিয়ে সলিল সমাধির আশংকা প্রকাশ করেছেন।

নিখোঁজ দেলোয়ারের মা গোল ছেহের বেগম ও বাবা মীর আহমদ বলেন ‘ছেলেটি তার অপর সঙ্গীদের সহায়তায় চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার জন্য বের হওয়ার পর গত ৪ বছরেও কোন খবর পাইনি’। ##