৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে ২ হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে জানান, এবার বিভিন্ন পদে ২ হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফল দেখা যাচ্ছে।
মোবাইল ফোনেও পাওয়া যাবে ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল। এজন্য PSC লিখে ৩৬ উল্লেখ করে রেজিস্ট্রেশন নম্বর লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।
কমিশনের চেয়ারম্যান আরও জানান, আগামী সপ্তাহে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানান পিএসসির চেয়ারম্যান।
৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ২৩২৩ জনকে সুপারিশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।