প্রেস বিজ্ঞপ্তী:
পেকুয়ার প্রবীন সাংবাদিক ছগির অাহাম্মদ অাজগরীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে মহেশখালী প্রেসক্লাব। মরহুম ছগির অাহাম্মদের প্রতি শ্রদ্ধাজানীয়ে শোক প্রকাশ হরেছেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুন রশিদ,সাধারন সম্পাদক অাবুল বশর পারভেজ,সহ সভাপতি সিরাজুল হক সিরাজ,সহ সাধারন সম্পাদক ছৈয়দ মোস্থফা অালী,সাংগঠনিক সম্পাদক রমজান অালী,অর্থ সম্পাদক মো: তারেক,দপ্তর ও প্রচার সম্পাদক সরওয়ার কামাল, অামিনুল হক,জয়নাল অাবেদীন,অাব্দুর ররাজ্জাক,মাহাবুব রোকন, রুহুল বয়ান,শাহাব উদ্দিন,অাব্দুর রশিদ,মাওলানা রুহুল কাদের,ছালামত উল্লাহ,বশির উল্লাহ,অাবুতাহের,মকছুদুর রহমান,জিকির উল্লাহ জিকু,নুরুল কাদের,ফরিদুল অালম দেওয়ান, মহেশখালী প্রেসক্লাবে সদস্য হওয়ার জন্য অাবেদনকৃত বিভিন্ন পত্রিকার মহেশখালী সংবাদাতা যথাক্রম অাশরাফুল করিম সিকদার নোমান (দৈনিক গণসংযোগ)অা ন ম হাসান,(দৈনিক ইনানী)সিরাজুল মোস্থফা রুবেল(দৈনিক রুপালী সৈকত)। শোকবার্তায় মরহুম ছগির অাহাম্মদ অাজগরীর জন্য দোয়া কামনা ও অাল্লাহর নিকট জান্নাত কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।