প্রেস বিজ্ঞপ্তি :

আগামী ৬ মাসে কক্সবাজার জেলায় ৬০ হাজার দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিভিন্ন প্রকল্পে ২৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে ২০১৭ সালের ৩০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার আওতায় আসবে ৯০ লাখ সদস্য। এছাড়া শিক্ষা কর্মসূচীর মাধ্যমে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচীর মাধ্যমে শিক্ষা কেন্দ্র এবং স্বাস্থ্য কর্মসূচীর আওতায় জেলার ফিজিওথেরাপী ক্যাম্প পরিচালিত হচ্ছে, দরিদ্র অসহায় সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান এবং সমন্বিত স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী সহ নানাবিধ সামাজিক কর্মসূচী চলমান রয়েছে। আশা-কক্সবাজার+বান্দরবান জেলার ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে জেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন আশা চট্টগ্রামের হেড ফিল্ড এ্যাডমিনিস্ট্রেশন সুমন কর্মকার। বিশেষ অতিথি ছিলেন আশা চট্টগ্রামের ফিল্ড এ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েট মোঃ কামরুল হাসান। সভায় আরো জানানো হয় বেসরকারী উন্নয়ন সংন্থা হিসেবে আশা-স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, ফিজিওথেরাপি, স্যানিটেশন, ভার্মিকম্পোস্ট ইত্যাদি জনকল্যাণমূলক কার্যক্রম, কৃষি ক্ষেত্রে টেকসই প্রযুক্তি গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশজ পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে পাওয়ার টিলার ও কৃষি যন্ত্রপাতি ক্রয় ঋণ, দুগ্ধখামার, গবাদি পশুপালন, মৎস্যচাষ, মাশরুম চাষ, শাকসবজি উৎপাদন ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে এবং আরও শক্তিশালী ও বিস্তৃত করা হবে এবং আরও সম্প্রসারণ, মানোন্নয়ন ও জোরদার করা হয়েছে।