প্রেস বিজ্ঞপ্তি:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তারা রোহিঙ্গা নারী ও শিশুদের উপর যে জাতিগত নিধন চালিয়েছে তা পৃথিবীর সকল নিমর্মতাকে হার মানিয়েছে। তিনি নারী অধিকার ও শিশু অধিকার রক্ষায় যারা কাজ করে তাদেরকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসার আহবান জানান এবং মিায়ানমার সরকারের বিরুদ্ধে পৃথিবীর সকল মানবতাবাদী মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান। তিনি আজ উখিয়ায় কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে মায়ানমারের সামরিক জান্তাদের নিষ্ঠুরতায় বিপর্যস্ত রোহিঙ্গা নারী ও শিশুদের মানষিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্ভোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টিসেক্টোরাল প্রকল্পের প্রকল্প পরিচালক ড আবুল হোসেন প্রমুখ ।