এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় বদরখালী-মহেশখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জব্ধকৃত সাড়ে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করেছে বদরখালী নৌ-পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল মোমিনের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়ানো হয়।

বদরখালী-মহেশখালী চ্যানেলে গত ৫ অক্টোবর গভীর রাতে জাটকা নিধন সংরক্ষণ নিশ্চিত করণে বদরখালী নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর পায়েল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।অভিযানে সাগরে জাটকা নিষিদ্ধ অবস্থায় এসব কারেন্ট জাল নিয়ে অবৈধভাবে মাছ নিধন করে আসছিল একশ্রেণীর জেলে। গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর পায়েল হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ হাজার ৫শত মিটার কারেন্ট জাল জব্ধ করে নৌ- পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।