নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত প্রয়াত আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর রোগমুক্তি কামনায়- রামুর গর্জনিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় গর্জনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম।
এসময় জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফুর রহমান, ইউপি সদস্য কামাল হোসেন, আবদুল জাব্বার, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবির, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, সহসভাপতি জিয়াউল হক জিয়া, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, সহসভাপতি লোকমান হাকিম সিকদার, গর্জনিয়ার যুবলীগনেতা জিয়াউর রহমান, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, রামু উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, নুরুল আমিন, ব্যবসায়ী (উঁলু ফুল) সোহেল রানা, শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান, আজিজুল হক রানা, ছাত্রলীগনেতা ইকবাল, সাজ্জাদ প্রমূখ।
উল্লেখ্য, বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী ও চিত্রশিল্পী তানভির সরওয়ার রানার গর্ভধারণী মা। তিনি বর্তমানে ঢাকার শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।