বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
বহিষ্কৃত মহিউদ্দিন রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রানা শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া রানা নিয়মিত পাস করলে এখন স্নাতকোত্তরের ছাত্র থাকতেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।