আনোয়ার জাহেদ, কক্সবাজার : কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বরাবরের মত এবারও দৃষ্টান্ত স্থাপন করল । পড়ালেখায় ভাল রেজাল্টের পাশাপাশি খেলাধূলায় , সাহিত্য ও সংস্কৃতিতে কলেজে এগিয়ে রয়েছে এ বিভাগটি । এবার ছাত্রছাত্রীদের উদ্যোগে ‘পাশে আছি বন্ধু’ পরিষদের ব্যানারে তারা পালন করল ‘ক্লিন ডিপার্টমেন্ট এন্ড হেলদি ক্লাস রুম’ কার্যক্রম। গতকাল ২২ অক্টোবর কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলীর হাত লেগে নিমেষে ঝকঝকে হয়ে যায় প্রাঙ্গণ। তারপর ফুলের টব, ফটো গ্যালারি দিয়ে সাজানো হয় বিভাগ । দেয়া হয় ডাস্টবিন।
বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার চৌধুরী জানান , সুন্দর পরিবেশে মন ভাল থাকে, লেখাপড়ায় মন যোগায় । আমরা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছি । অধ্যক্ষ ক্যথিং অং এর নেতৃত্বে আস্তে আস্তে পুরো ক্যাম্পাস এর আওতায় আনা হবে। এখন থেকে ছাত্রছাত্রীরা প্রতিমাসে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেবে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।