নুসরাত পাইরিন,কক্সবাজার:

ইলিশ শিকারে সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে হয়েছে রোববার দিবাগত রাত ১২টায়। ফলে সোমবার থেকে সারাদেশে ২৭টি জেলার নদী ও সাগরে ইলিশ শিকারে কোনো বাঁধা নেই জেলেদের।প্রধান প্রজনন মৌসুমে গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ অধুষ্যিত নদ-নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি ছিল।মা ইলিশ সংরক্ষণ ও রক্ষা এবং স্বাচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ তৈরি করতেই এ নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য প্রানিসম্পদ মন্ত্রণালয়।এদিকে নিষেধাক্ষা শেষ হওয়ায় সোমবার থেকেই চাঁদপুর,লক্ষীপুর,নোয়াখালী,ফেনী,চট্টগ্রাম,কক্সবাজার,শরিয়তপুর,ব্রাক্ষণবাড়িয়া,ঢাকা,মাদারীপুর,ফরিদপুর,রাজবাড়ি,বরিশার,ভোলা,পটুয়াখালী,বরগুনা,পিরোজপুর,ঝালকাঠি,বাগেরহাট,জামালপুর,নারায়ণগঞ্জ,খুলনা,কুষ্টিয়া ও রাজশাহী মোট ২৭টি জেলার জেলেরা নদ-নদীতে ইলিশ শিকার করতে পারবেন।বর্তমানে দেশের ১২৫টি উপজেলার বিভিন্ন নদীতে ইলিশ পাওয়া যায়।দেশের মোট মৎস্য উৎপাদানের ১২ শতাংশ আসে ইলিশ থেকে।এর আর্থিক মূল্য প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা।ডিপিতে ইলিশের অবদান এক দশমিক ১৫ শতাংশ।দেশের প্রায় পাচঁ লাখ মানুষ সরাসরি ইলিশ আহরণে নিয়োজিত।এছাড়া আরও অন্তত ২০-২৫ লাখ মানুষ ইলিশ পরিবহন,বিক্রয়,নৌকা-জাল তৈরি,বেচাকেনা,বরফ উৎপাদন,প্রক্রিয়াজাতকরনসহ নানা কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।