খালেদ হোসেন টাপু, রামু:

রামুতে “ইঁদুর দমন সফল করি মাঠের ফসল গোলায় ভরি” এ প্রতিপাদ্যে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭ উদ্বোধন হয়েছে। মাসব্যাপী এ অভিযান চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ শে অক্টোবর) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক সমুহ প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার শিক্ষাখাতে দুইবারে নির্বাচিত শ্রেষ্ঠ রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি, উন্নয়ন খাতে রামুর নির্বাচিত শ্রেষ্ঠ ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকী, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে আধুনিকায়ন করতে কাজ করছে। তাছাড়া এ সরকারের আমলে কৃষক পরিবারের ভাগ্য উন্নয়ন হয়েছে। এক সময় কৃষকরা সারের জন্য পিছে পিছে ঘুরতে হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সার এখন কৃষকের পিছে ঘুরছে এবং কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য ভূর্তকিসহ সার ও বীজ সহায়তা দিচ্ছে । তিনি আরো বলেন, ইদুর আমাদের শক্র। ইঁদুর ফসলের ব্যপক ক্ষতি করে। তাই ইঁদুরকে যে কোন উপায়ে নিধন করতে হবে। এজন্য ইঁদুর নিধনের সঠিক পদ্ধতি সকলকে জানতে হবে।