আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
গত জুলাই মাসে বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। ইতোমধ্যে আলীকদম সদর, চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়েছে। এখন চলছে ওয়ার্ড কমিটি গঠন। বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে এক জনাকীর্ণ প্রেসব্রিফিং-এ চৈক্ষ্যং ইউনিয়নের ১, ৩ ও ৬নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এতে আমির হোসেন লিপনকে সভাপতি, মোঃ হোসেন সর্দারকে সাধারণ সম্পাদক ও মো. আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১নং ওয়ার্ড কমিটি, মো. মহিউদ্দিনকে সভাপতি, মো. বেলালকে সাধারণ সম্পাদক ও মো. জাফর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩নং ওয়ার্ড কমিটি এবং মো. ওসমান গণিকে সভাপতি, মো. নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মো. খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেন সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহামদ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো, আব্দুল হামিদ, বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমুখ।
আলীকদমে বিএনপির তৎপরতা : চলছে ওয়ার্ড কমিটি গঠন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।