ইমাম খাইর, সিবিএন:

আধুনিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি পিছিয়ে নেই চকরিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা ফাজিল (ডিগ্রি) মাদরাসা।

প্রতিষ্ঠানটির দক্ষ শিক্ষক, পাঠদান পদ্ধতি, ছাত্রছাত্রীর সংখ্যা সর্বোপরী বিজ্ঞানে উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় ফাজিল শ্রেনীতে ব্যাচেলর অব সাইন্স তথা বিএসসি অনুমোদন দিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইলিয়াছ সিদ্দিকী স্বক্ষরিত ইআবি/পরি/ ফাজিল/প্রা.পা/২০১৬/৪৯১৩ স্মারকে বিএসসি অনুমোদন দেন।

এর আগে প্রাথমিক পাঠদানের অনুমতি চেয়ে গত ১৫ মে আবেদন করেন মাদরাসা অধ্যক্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির সুপারিশের ভিক্তিতে ০৯.১০.২০১৭ ইং থেকে আগামী ০৮.১০.২০২১ পর্যন্ত চার বছরের জন্য বিএসসি কোর্সে প্রাথমিক পাঠদানের অনুমোদন দেয়া হয়।

একই সঙ্গে ৮টি শর্ত জুড়িয়ে দিয়েছে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
শর্তসমূহ হলো:
১. ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ফাজিল (স্নাতক) বিএসসি চালু করতে হবে
২. শিক্ষক যেন মূল বই নিয়ে ক্লাসে পাঠদান করেন তা নিশ্চিত করতে হবে
৩. পাঠ সংশ্লিষ্ট এবং সৃজনশীল গ্রন্থ দ্বারা গ্রন্থাগার সমৃদ্ধ করতে হবে
৪. শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে
৫. ফাজিল (স্নাতক) বিএসসি স্থরে পাঠদানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে
৬. ফাজিল (স্নাতক) বিএসসি স্তর পরিচালনার জন্য প্রয়োজনীয় শ্রেনীকক্ষ প্রস্তুত করতে হবে
৭. অর্থ ও প্রশাসন সংক্রান্ত সকল কার্যক্রম স্পষ্টভাবে বিধি মোতাবেক সম্পন্ন করতে হবে
৮. প্রাথমিক পাঠদান অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে ৮ মাস পূর্বে অধিভূক্তির জন্য আবেদন করতে হবে।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু সাঈদ আনসারীর নিকট ফাজিল বিএসসির অনুমোদনপত্র প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় পরিদর্শক প্রফেসর ড. ইলিয়াছ সিদ্দিকী।

এদিকে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আদর্শ সোপান ঐতিহ্যবাহী পহরচাঁদা ফাজিল মাদরাসা বিএসসি অনুমোদন লাভ করায় অধ্যক্ষ্ মাওলানা মুহাম্মদ আবু সাঈদ আনসারী, মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইসমাইল হোসেন।

একই সঙ্গে তিনি ফাজিলে বিএসসি অনুমোদন প্রদান করায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর ড. ইলিয়াছ সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানান।

পহরচাঁদা ফাজিল মাদরাসা ১৯৫৬ সালে স্থাপিত হয়।

এখানে বর্তমানে অনুমোদিত বিভাগ রয়েছে দাখিল পর্যায়ে মানবিক, বিজ্ঞাপন, মুজাব্বিদ, কম্পিউটার সাইন্স। আলিম পর্যায়ে মানবিক, বিজ্ঞাপন, মুজাব্বিদ ফাজিল (ডিগ্রী) পর্যায়ে বিএ এবং বিএসসি।

তিন স্থরে ১ হাজারের অধিক ছাত্র-ছাত্রী রয়েছে। শিক্ষক সংখ্যা হলো ৩৮ জন। বিজ্ঞান বিভাগে রয়েছে ৪ জন শিক্ষক।