সিবিএন ডেস্ক :
প্রাকৃতিক ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবে নিখোজ মাঝি মাল্লার পরিবারকে চেকের মাধ্যমে ১৫লক্ষ টাকা বিতরন করছে সমাজ সেবা অদিধপ্তর ও প্রকল্প বাস্তবায়ন অফিস মহেশখালী। বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত অনুদানের টাকা বিতরনের অায়োজন করে মহেশখালী উপজেলা প্রশাসন। ২৯ অক্টোবর বিকাল ৪ টায় মহেশখালী উপজেলা পরিষদ হল রুমে(ইউএনও)মোহাম্মদ অাবুল কালাম এর সভাপতিত্বে চেক বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক।বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য উপজেলা অাওয়ামীলীগ সভাপতি অালহাজ্ব অানোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র অালহাজ্ব মকছুদ মিয়া,সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল অালম সাকিব,উপজেলা সমাজ সেবা অফিসার এমরান হোসেন,সাবেক চেয়ারম্যান অালহাজ্ব শামসুল অালম।উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ,অাব্দুশুক্কুর।প্রতিটি নিখোঁজ জেলে পরিবার কে ২৮ হাজার টাকা করে প্রদান করে।প্রসঙ্গত ২৯ মে প্রাকৃতিক ঘূর্ণিঝড় মোরায় মহেশখালী পৌর এলাকা সহ পার্শবর্তী ইউনিয়নে ৫৩ জন জেলে সাগরে নিখোজ হয়। তাদের পরিবার পূর্নবাসন কল্পে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ এ অনুদান প্রদান।