চকরিয়া প্রতিনিধি :
৩দিনের জন্য তাবলিগ জামাতে গিয়ে গত ১১দিনেও বাড়ি ফিরেনি মো: পারভেজ (২১)। সে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্বকৈয়ারবিল ইসলামনগর গ্রামের আবদুর রহমানের পুত্র। এনিয়ে পিতা বাদী হয়ে গতকাল ৩০ অক্টোবর’১৭ইং চকরিয়া থানায় জিডি (সি: ১৪৫৮) দায়ের করেছেন।
জিডি’তে পিতা আবদুর রহমান জানিয়েছেন, তার ছেলে মো: পারভেজ, ইসলাম নগর ষ্টেশনের নিজ ফার্মেসীর ব্যবসা করেন। গত ১৯ অক্টোবর বিকাল ২টা হতে তার ছেলে ৩দিনের জন্য তাবলিগ জামায়াতে যান। পরে ৩দিন মোবাইল খোলা থাকলেও পরবর্তী সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১১ দিনেও খোজ না পাওয়ায় সন্তানের সন্ধান লাভে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকল স্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। ছেলের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখে দাড়ি, রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, পরনে প্রিন্টের পাঞ্জাবী ও পায়জামা ছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।