মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতার মামলায় এজাহার নামীয় দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চৈক্ষ্যং ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মো. সালাহ উদ্দিন (৪৫) ও পাট্টাখাইয়া পাড়ার বাসিন্দা আবদুল জলিলের ছেলে মো. ছৈয়দ হোসেন (৫৫)।

সূত্র জানায়, ২০১৬ সালের ৪ জুন তারিখ আলীকদম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। পরে এ ঘটনায় আলীকদম থানায় ৩৪১/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় একটি মামলা রুজু হয়। মামলার পর থেকে সালাহ উদ্দিন ও ছৈয়দ হোসেনসহ অন্যান্য আসামীরা পলাতক ছিলেন। এক পর্যায়ে মামলার সূত্র ধরে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আজমগীর নির্বাচনী সহিংসতার এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।