শাহীন শাহ :

“পয়ঃ বর্জ্যরে সুষ্ঠ ব্যাবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এবং “পরিস্কার হাত সুন্দর ভবিষ্যৎ” স্লোগান নিয়ে কক্সবাজারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০১৭ পালিত হয়েছে।

এ উপলক্ষে ৩১ মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের উদ্যোগে এসিএফ ইন্টারন্যাশনালের ( একশন এগেইনস্ট হাঙ্গার) সহযোগিতায় ওয়াশ সেক্টর ও অন্যান্য সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধির অংশগ্রনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে শহরে প্রধান সড়কে বর্নাঢ্য এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় জেলাপ্রশাসক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ ওয়াশ সেক্টর ও বিভিন্ন এনজিও এবং সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানাব মোসলেহ উদ্দিন সবার অংশগ্রহনে স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস সুন্দরভাবে উদযাপনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।