ফেনীতে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনার চারদিন পর মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার সকালে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ‘বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের ফলে যে কোনও একটি গ্রুপের অজ্ঞাতনাম দুষ্কৃতিকারী অথবা অনুরুপ কোনও দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের আক্রমণ ও গাড়িতে হামলা চালিয়েছে।’

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত শনিবার বিকাল পৌঁনে ৫টার দিকে ফেনীর ফতেহপুর রেলক্রসিং অতিক্রম করার পরপরই খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে প্রথমে হামলায় ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় জেলা স্টার লাইন পেট্রোল পাম্পের কাছ থেকে হামলা চালানো হয়।