সিবিএন:
চকরিয়া উপজেলার খুটাখালী মধুশিয়া এলাকায় অবৈধ বালি উত্তোলন বিরোধী যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, র‌্যাব ও বন বিভাগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অভিযান চালানো হয়।
এ সময় বালি উত্তোলনের সরঞ্জাম ও ২ টি বালি পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পার জব্দ করা হয়েছে।
ইজারা শর্ত লঙন করে বালি উত্তোলনের অভিযোগে ইজারাদার সাইফুল ইসলামকে নগদ ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।
সাইফুল ইসলাম খুটাখালী ছড়িবিল এলাকার আবদুল জাব্বারের ছেলে।
অভিযানকালে র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর মোঃ রুহুল আমিন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ বেলায়েত হোসেন, রেঞ্জ অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাক, বিট কর্মকর্তা হাবীবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ সিবিএনকে জানান, অনুমোদনহীন জায়গা থেকে বালি উত্তোলনের অভিযোগে ইজারাদারকে সংশ্লিষ্ট আইনে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।