আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিসের উত্তর নাপিতখালী (কৈলাশঘোনা ) গ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের আঘাতে গুরুতর আহত ওমর ফারুকের (১১) মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওমর ফারুক ওই এলাকার মতিউর রহমানের ছেলে।
ঘটনার বিবরণে প্রকাশ, বিগত ৩ দিন পূর্বে সন্ধ্যায় কৈলাশ ঘোনাস্থ কেন্দ্রীয় জামে মসজিদের হেফজখানার শিক্ষার্থী ওমর ফারুক প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয়। এসময় ওই ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের শামশুল আলমের মানসিক ভারসাম্যহীন ছেলে রুবেল (২৭) কাঠ নিয়ে সজোরে ওমর ফারুকের মাথায় আঘাত করে। এতে শিশুটি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওর একটি ক্লিনিকে, সেখানে অবস্থার অবনতি ঘটলে জেলা সদর হাসপাতালে, সেখানেও অবস্থার অবনতি হলে তাকে চমেকে স্থানান্তর করা হয়।
পরিশেষে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং রুবেল মানসিক ভারসাম্যহীন হিসেবে এলাকায় প্রচার আছে বলে জানান।