প্রেসবিজ্ঞপ্তি
৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা । গতকাল সন্ধ্যা ৬ ঘটিকার সময় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে আজ কলঙ্কজনক দিন। বাঙ্গালী জাতি আজকের দিনে হারিয়েছিলো মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতাকে। যতাক্রমে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, এম. মনছুর আলী, কামরুজ্জামানের মতো বাঙ্গালী জাতির সূর্য সন্তানদের। পৃথিবীর ইতিহাসে যেসব নির্মম হত্যাকান্ড সংগঠিত হয়েছিলো তার মধ্যে ৩রা নভেম্বর এ হত্যাকান্ড অন্যতম। স্বাধীনতা বিরোধী চক্ররা জাতির চার সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যা করে ঘাতক চক্র বাঙ্গালী জাতিকে মেধাশূণ্য করার জন্য এ নির্মম হত্যাকান্ড চালায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধ করে এসব ঘাতক-খুনি চক্রের সকল ষড়যন্ত্র রূখে দিতে হবে। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, এড. রনজিত দাশ, এড. আয়াছুর রহমান, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, এড. তাপস রক্ষিত, ড: নুরুল আবছার, কাজী মোস্তাক আহম্মদ শামীম, এম এ মনজুর, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক বাবু উজ্জল কর, জিএম আবুল কাশেম, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, সাধারন সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, সহ-সভাপতি আসিফউল মওলা, এসময় আরো উপস্থিত ছিলেন, নুরুল আলম পেঠান, মিজানুর রহমান, সালাহউদ্দিন সেতু, নাছির উদ্দিন, বেলাল উদ্দিন, জহিরুল কাদের ভুট্টু, বাবু দুলাল দাশ, হাবীব উল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন এবি ছিদ্দিক খোকন।