চট্টগ্রাম সংবাদদাতা :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের শিল্প উদ্যোক্তা, বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতীয় শিশু সংগঠন লাভ পুয়ার চিলড্রেন এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে এ

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক, বর্ষিয়ান রাজনৈতিক, বঙ্গবন্ধু’র সহকর্মী এম এ গণি।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মঈনউদ্দিন খান বাদল বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু একজন ক্ষণজন্মা পরোপকারী ব্যক্তি ছিলেন। তিনি জীবদশায় কোন মানুষকে খালি হাতে ফিরিয়ে দেননি। তিনি চরম শত্রুদেরও উপেক্ষা করেননি। অসহায় মানুষের নিবেদিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মনির-উজ-জামান (বিপিএম, পিপিএম),

রাউজান উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুছ, জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী লিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী রফিকুল আলম, এস এম শফি, হাজী হাবিবুর রহমান, হাজী মোহাম্মদ ইয়াছিন ও কেন্দ্রীয় ছাত্রলীগের ইয়াছিন আরাফাত কচি, কাইউমুর রহমান বাবু, মেজবাহ উদ্দিন চৌধুরী পেয়ারু প্রমুখ।

সভার প্রারম্ভে ১৯৭৫ সালে ৩রা নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতা ও আখতারুজ্জামান চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন সকলে