সংবাদদাতা:
মায়ানমার সরকার কর্তৃক নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রিত অসহায় রোহিঙ্গাদের কম্বল বিতরণ করলেন ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (আই.এস.টি)। আজ শনিবার বিকালে আই.এস.টি’র প্রভাষক মেহেদী হাসান প্রতিনিধি দলের পক্ষ থেকে কম্বলগুলো বিতরণ করেন। উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পে বড় সাইজের ৪৫০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আই.এস.টি’র শিক্ষক রাকিব হাসান, উজ্জ্বল হোসাইন, মেহেদী হাসান সোহাগ ছাত্রদের মাঝে ছিলেন তোফায়েল আহমেদ ও আজিজ ফয়সাল নাঈম। উক্ত প্রতিষ্ঠানটি অসহায় রোহিঙ্গাদের আগত শীত মৌসুমকে বিবেচনা করে কম্বল গুলো বিতরণের জন্য ঢাকা থেকে ছুটে আসেন। তারা আশাবাদ ব্যক্তকরেন আগামীতেও অন্যান্য ক্যাম্পে তাদের সহযোগিতা থাকবে। দেশের সকল বিত্তবানকে এগিয়ে এসে রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান। ইতিমধ্যে যারা আশ্রিত হয়ে এ দেশে স্থান নিয়েছেন, তাদেরকে সহযোগিতা করে মানবিকতার পরিচয় দিয়েছেন।