জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাবির টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি অাগামীকাল ৬ নভেম্বর অায়োজন করতে যাচ্ছে “৩য় ডিইউকিউএস অন্তঃ বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ২০১৭ “। ঢাবির অার সি মজুমদার অডিটোরিয়ামে দিনব্যাপী এ অায়োজন শেষে (সকাল ৯.০০ টায় শুরু হয়ে বিকাল ৫.০০ টা পর্যন্ত) পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।
প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা ফ্রেশার্স কুইজ প্রতিযোগিতা (একক) এবং সকল বর্ষের শিক্ষার্থীরা দলগত কুইজে দুই জন করে শিক্ষার্থী অংশ নিতে পারবে।। প্রতিযোগিতার দিন সকাল পর্যন্ত রেজিস্ট্রেশন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া সোসাইটির বছর ব্যাপী চলা কুইজ প্রিমিয়ার লীগের সেরা ছয়টি হল টিম ফাইনাল রাউন্ডে লড়বে।এ অায়োজনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করবেন ঢাবির মাননীয় ভিসি অধ্যাপক ড. মো. অাখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদ(মডারেটর, ডিইউকিউএস),কুইজ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অাহমেদ রেজা, সাবেক সাধারণ সম্পাদক জনাব শহিদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুইজ সোসাইটির সম্মানিত সভাপতি খন্দকার শফিক রহমান।
ঢাবিতে আগামীকাল ৩য় অন্ত:বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।