এম.এ আজিজ রাসেল
শেষ হলো চারদিন ব্যাপী আয়কর মেলায়। এবার মেলায় উৎসাহ-উদ্দীপনার সাথে কর দিয়েছেন বিভিন্ন পেশার মানুষ। চারদিনে মোট ৫৯ লাখ ৯৭ হাজার ০৯৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। রিটার্ণ গ্রহণ করা হয় ১ হাজার ৪৪৯টি। এতে মোট ১২০১ জনকে করদাতাকে প্রদান করা হয় ট্যাক্স কার্ড। আর কর সেবা গ্রহণ করেন ৫৭৫১ জন। বিগত বছরের তুলনায় এই বছর কর মেলায় করদাতা ও সেবা গ্রহীতাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। করদাতারা মেলার সময় আরো বৃদ্ধি করার জন্য অনুরোধ জানালেও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের আন্তরিক নির্দেশনায় চারদিন ব্যাপী আয়কর মেলা সফলভাবে সম্পন্ন হয়। মেলার সমাপনী দিবসে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যা। গতকাল সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলায় করদাতাদের ভিড় ছিল অন্য দিনের তুলনায়। মেলার পরিদর্শন রেজিস্টারে করদাতাদের লিখিত মন্তব্য পর্যালোচনায় সন্তষ্টি প্রকাশ করে কর কমিশনার জনাব আহমদ্ উল্যাহ্। তিনি মেলায় আগত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া, ব্যবসায়ী সমিতি, নুতন-পুরাতন করদাতা, কর শিক্ষণ ফোরামের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন মেলা সুন্দর ও সুচারুভাবে সম্পাদনে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর জরিমানা ব্যতিত আয়কর রিটার্ন দাখিলের শেষ।
আয়কর মেলায় ৬০ লাখ টাকা রাজস্ব আদায়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।