খেলাধুলা ও সংস্কৃতি আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ ও মাদকাসক্তি থেকে দূরে রাখে : এম.পি কমল
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা এবং আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ০৪ নভেম্বর ২০১৭ তারিখ কলেজ অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে।
পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক ও সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক জনাব মোঃ আজিজুল মোস্তফা বুলু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেদ মন্ডল, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মুজিবুল আলম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আরো অধিক মনোনিবেশ হয়ে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে আরো বেশি যতœবান হতে হবে। একজন পূর্ণাঙ্গ আলোকিত মানুষ হতে হলে সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের কোন বিকল্প নেই। তিনি আরো উল্লেখ করেন, খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে ও স্বাস্থ্য ভাল রাখে এবং শিক্ষার্থীদেরকে আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ ও মদকাসক্তি থেকে দূরে রাখে। অনুষ্ঠান শেষে তিনি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
একই সাথে তিনি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্থাপিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবেরও শুভ উদ্বোধন করেন। এতে করে কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটির ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।