প্রেস বিজ্ঞপ্তি :

রামু লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করেছে রামু লেখক ফোরাম। ৪ নভেম্বর বিকেলে রামু প্রেস ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, লেখক ও প্রাবন্ধিক আখতারুল আলম, রাজনীতিবিদ মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী। সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় এ সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, সদস্য হাফেজ আশিক উল্লাহ।

বক্তারা বলেন, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর একজন সুলেখক, তরুণ সমাজ হিতৈষী ও মেধাবী ছাত্রনেতা। দীর্ঘ সময় ধরে তিনি সাংগঠনিক কর্মতৎপরতায় নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। দেশ ও জাতির এই ক্রান্তিকালে সুসংহত ও আদর্শিক ছাত্র সংগঠনের গুরুত্ব অনস্বীকার্য। এই বাস্তবতার আলোকে ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের গঠনমূলক কার্যক্রম ও গতিধারা আরও বেগবান করার লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়াটা শুধু রামু নয়; পুরো জেলাবাসীর জন্য গৌরবের বিষয়। আমরা মেধাবী ছাত্রনেতা হাফেজ মঞ্জুরের উত্তরোত্তর সফলতা ও এ সংগঠনের সুন্দর আগামী কামনা করি।